Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অর্জনসমূহ

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ: 

 

গণপূর্ত অধিদপ্তরের ১০ টি আঞ্চলিক জোনের মধ্যে বরিশাল গণপূর্ত জোন অন্যতম। এ জোনের অধীনে ১ টি সার্কেল ও ৬ টি গণপূর্ত বিভাগ রয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিজস্ব কাজ সহ অন্যান্য মন্ত্রণালয়ের  নির্মাণ কাজসমূহ বরিশাল গণপূর্ত জোনের নেতৃত্বে সম্পন্ন হচ্ছে। বিগত বছরগুলোতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প  বরিশাল গণপূর্ত জোন বাস্তবায়ন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য  হলোঃ বরিশাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ, বরিশাল মেরিন একাডেমি নির্মাণ প্রকল্প, বরিশাল শিল্পকলা একাডেমি নির্মাণ প্রকল্প, আব্দুর রব সেরিনিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ রুপান্তরকরণ নির্মাণ প্রকল্প, বরিশাল দৃষ্টি প্রতিবন্ধি হোষ্টেল নির্মাণ ও সার্কিট হাউজের উর্ধমূখী সম্প্রসারণ কাজ, ভোলা জেলা সদর হাসপাতালকে ৫০ শয্যা হতে ২৫০ শয্যা হাসপাতাল নির্মাণ, ভোলা পুলিশ অফিসার্স মেস নির্মাণ, ভোলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ, পটুয়াখালী কোস্ট গার্ড ভবন, পটুয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা ভবন নির্মাণ, পিরোজপুর কর্মজীবি মহিলা হোস্টেল নির্মাণ ও আনসার ভিডিপি ডাইনিং হল নির্মাণ, বরগুনা পুলিশ অফিসার্স মেস নির্মাণ, বরগুনা দৃষ্টি প্রতিবন্ধি হোষ্টেল নির্মাণ, বরগুনা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ, ঝালকাঠি পুলিশ অফিসার্স মেস নির্মাণ, ঝালকাঠি দৃষ্টি প্রতিবন্ধি হোষ্টেল নির্মাণসহ ইত্যাদি । এছাড়াও বরিশাল গণপূর্ত জোনের আওতাধীন বিভিন্ন জেলায় ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, রিজিউনাল সার্ভার স্টেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন, পুলিশ বিভাগের থানা ভবনসহ বিভিন্ন ব্যারাক ভবন নির্মাণ এবং মহিলা কারারক্ষী ও প্রিজনস সদর দপ্তরের কর্মকর্তা/কর্মচারীদের জন্য আবাসন নির্মাণ করা হয়েছে।। তাছাড়া বরিশাল গণপূর্ত জোনের নিয়মিত কর্মকাণ্ড হিসেবে গত অর্থ বছরে বহিভুক্ত সরকারী অফিস ভবন এবং বাসভবনসমূহের প্রায় ৫.১২ লক্ষ বর্গ মিটার প্লিন্থ এরিয়ার বিভিন্ন প্রকার সংরক্ষণ ও মেরামত কাজ সম্পন্ন করা হয় । সাম্প্রতিক সময়ে এ ধরনের কাজ বরিশাল গণপূর্ত জোন কর্তৃক সাফল্যের সাথে সম্পন্ন করা হয়েছে।